বুধবার ১৪ মে ২০২৫ - ১১:৪৫
অনন্ত সুখের জন্য একটি সহজ কিন্তু অপরিহার্য শর্ত!

ইমাম আলী (আ.)-এর সাথে সম্পর্ক হলো আধ্যাত্মিক বাঁচা-মরার প্রশ্ন। তাঁর পথই হলো সিরাতুল মুস্তাকিম। তাঁর মহব্বত শুধু ভালোবাসার দাবি নয়, বরং আমল ও আনুগত্যের দাবিদার। নাহলে এটি মুনাফিকি বলে গণ্য হবে।

হাওজা নিউজ এজেন্সি: হযরত ফাতিমা যাহরা (সা. আ.) এরশাদ করেছেন,
اِنَّ السَّعیدَ، کُلَّ السَّعید، حَقَّ السَّعید مَن أحَبَّ عَلِیاً فی حَیاتِه وَ بَعدَ مَوتِه
নিশ্চয়ই প্রকৃত সুখী ও পরম সুখী সেই ব্যক্তি- যে ইমাম আলী (আ.)-কে তাঁর জীবদ্দশায় এবং মৃত্যুর পরও ভালোবাসে।

[আমালি শাইখ সাদুক, পৃষ্ঠা- ১৮২] 

বিশেষ নোট: এই হাদিসটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে - ইমাম আলী (আ.)-এর প্রতি ভালোবাসা শুধু তাঁর জীবদ্দশায়ই নয়, বরং তাঁর ওফাতের পরও অব্যাহত রাখা চিরসুখী হওয়ার পূর্বশর্ত। এটি আহলে বাইত (আ.)-এর মর্যাদা ও অনুসরণের গুরুত্বকে তুলে ধরে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha